Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ

 

চৌদ্দগ্রাম উপজেলায় নিম্নবর্ণিত প্রশিক্ষণসমুহ দেয়া হয়।

                                

গবাদিপশু, হুৎস মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়কপ্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়াও ০১ মাস মেয়াদী বিভিন্ন বিষয়ে যেমনঃ ক)হুৎস মুরগী পালন খ) গরম্ন মোটাতাজাকরণ গ) দুগ্ধবর্তী গাভীপালন ঘ) মৎস্য চাষও কৃষি সম্বন্ধে সংক্ষপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। কমপক্ষেঅষ্টম শ্রেণীপাশ, ১৮ থেকে ৩৫ বছরের বেকার যুব ও যুব মহিলাগণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকরতে পারেন।