Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

                 

নদ-নদী সমূহ:-

 

চৌদ্দগ্রাম উপজেলায় অনেক গুলো ছোট-বড় নদী আছে। এর মধ্যে কাকড়ী নদী ও ডাকাতিয়া নদী প্রক্ষাত।

      

01। নাঙ্গলীয়া নদী : এটি এটি চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার কাকড়ী নদী হইতে শুরু কালিকাপুর ইউনিয়ন ও ঘোলপাশা ইউনিয়ন হয়ে মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া থেকে শুরু হয়ে লক্ষীপুর,মেষতলা,,কনকপুর,মুন্সীরহাট বাজার হয়ে বাসন্ডা গ্রাম শেষে।

 

 

2। কাকড়ী নদী :এটি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামে ভারত হইতেপ্রবাহিত হইয়া মিয়াবাজার এবং কাশিনগর ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়া নদীর সাথে মিশেছে একাংশ । নদীটি বালু উত্তোলনের জন্য বিখ্যাত। বন্যার সময়ভারতের উজানের পানি নদীটি দিয়ে নিস্কাশিত হয় বিদায় অত্র এলাকার মানুষ বন্যাকবলিত হাত থেকে রক্ষা পায়। 

 

03। কানাইল নদী: এটি চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার বালু জুরী হইতে ঘোলপাশা ইউনিয়ন হয়ে মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া থেকে শুরু হয়ে ছাতিয়ানী ডাকাতিয়া নদীর সাথে সংযোগ।